Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

১। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প (চলমান)-
 নাটোর জেলাধীন বিভিন্ন উপজেলায় নিরাপদ খাবার পানীয় জলের উৎসের জন্য অগভীর তারা নলকূপ স্থাপন কাজ চলছে। ২৭০৪ টি নলকূপ স্থাপন কাজ শেষ হয়েছে এবং ১৩৫৪ টি নলকূপ স্থাপন কাজ  চলমান রয়েছে।

 

২। PEDP-4 প্রকল্প-
ক) নাটোর জেলাধীন ০৭টি উপজেলার সরকারী ও বেসরকারী রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন, ইউরিনাল, বেসিন ইত্যাদি কাজ রক্ষনাবেক্ষণ ও পুনঃনির্মান কাজ চলমান রয়েছে।

খ) নাটোর জেলাধীন ০৭টি উপজেলার সরকারী ও বেসরকারী রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সারা বছর নিরাপদ পানীয় জল সরবরাহের লক্ষে সাবমারসিবল পাম্প ও তারা ডেভহেড পাম্প স্থাপন, রক্ষনা বেক্ষণ ও প্রতিস্থাপন কাজ চলছে।

 

 

৩। অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প-
নাটোর জেলায় এ প্রকল্পের আওতায় মোট ২০০০ টি পানির উৎস স্থাপন করা হয়েছে । এ ছাড়াও ০৭ টি পাবলিক টয়লেট নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে।

 

 

৪। NBIDNNGPS (Phase-1)
নাটোর জেলাধীন ০৭টি উপজেলার নতুন জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্যসম্মত বহুতল ওয়াশ ব্লক (স্যানিটারী ল্যাট্রিন, ইউরিনাল, বেসিন ইত্যাদি) নির্মান কাজ চলছে। এর মাধ্যমে নতুন জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা স্বাস্থ্যসম্মত Wash Block ব্যবহারের সুবিধা পাবে এবং বিভিন্ন রকম রোগ জীবানুর হাত থেকে রক্ষা পাবে। বর্তমানে মোট ৪৩টি Wash Block নির্মান কাজ শেষ হয়েছে এবং ৩০টি Wash Block নির্মান কাজ চলমান রয়েছে।

 

৫। NBIDNGPS (Phase-1)
নাটোর জেলাধীন ০৭টি উপজেলার জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্যসম্মত বহুতল Wash Block (স্যানিটারী ল্যাট্রিন, ইউরিনাল, বেসিন ইত্যাদি) নির্মান কাজ চলছে। এর মাধ্যমে জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা স্বাস্থ্যসম্মত Wash Block ব্যবহারের সুবিধা পাবে এবং বিভিন্ন রকম রোগ জীবানুর হাত থেকে রক্ষা পাবে। বর্তমানে মোট ৪০ টি Wash Block নির্মান কাজ সমাপ্ত হয়েছে এবং ২০টি Wash Block নির্মান কাজ চলমান রয়েছে।


৬। বাংলাদেশের ১০টি অগ্রাধিকার ভিত্তিক শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন (সমন্বিত কঠিন ও মানববর্জ্য ব্যবস্থাপনা) প্রকল্প :

নাটোর পৌরসভায় সমন্বিত স্যানিটেশন ও হাইজিন (সমন্বিত কঠিন ও মানববর্জ্য ব্যবস্থাপনা) কাজ দ্রুত শুরু হবে।


৭। বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প :

বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভায় ওভারহেড ট্যাংক , ২০ কিলোমিটার পাইপলাইন, ৯ কিলোমিটার প্রাইমারী আরসিসি ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা (কঠিন ও মানববর্জ্য), 600 টি ইমপ্রুভ হাউজহোল্ড টয়লেট নির্মান কাজ চলমান রয়েছে।