Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ, লবনাক্ততা, ভূ-পৃষ্টস্থ পানির দূষণ, জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দূর্যোগ ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিম্নলিখিত সাফল্য অর্জন করেছে।


১.    ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত নাটোর জেলার পল্লী অঞ্চলে ও পৌর এলাকায় খাবার পানি সরবরাহ কভারেজ ৯৭% এ উন্নীত করা সম্ভব হয়েছে।
২.    সমগ্র দেশে খোলা জায়গায় মলমূত্র ত্যাগের হার ২০০৩ সালে ৪২% ছিল যা ২০১৫ সালে ১% এর নীচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
৩.   ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত নাটোর জেলার স্যানিটারী  ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের প্রায় ৮১% এর মধ্যে পল্লী অঞ্চলে স্বাস্থ্যসম্মাত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবার প্রায় ৭৮.৭৮% এবং পৌর অঞ্চলে প্রায় ৮৪.৪৩%।